এআই প্রতিযোগিতায় টিকে থাকতে সুপারকম্পিউটার বানাচ্ছে ইসরাইল
- প্রযুক্তি ডেস্ক
- ২৯ জুন ২০২৪, ০০:০০
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজের অবস্থান ধরে রাখাতে নিজেদের প্রথম সুপারকম্পিউটার তৈরির টেন্ডার প্রকাশ করছে ইসরাইল। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসরাইল ইনোভেশন অথরিটি ঘোষণা দিয়েছে, টেন্ডারটির কার্যক্রম চালু হবে জুলাই মাস থেকে। সংস্থাটির সিইও ড্রোর বিন এক এআই সম্মেলনে বলেন, প্রযুক্তি খাতে এত দিন এআই ইসরাইলের বন্ধু হিসেবে কাজ করলেও এর দ্রুত বিকাশের কারণে যেকোনো দিন এটি শত্রুতেও পরিণত হতে পারে। এ জন্য সরকারি, শিল্প ও শিক্ষা খাত-সংশ্লিষ্ট এক জাতীয় এআই প্রকল্পের জন্য ২৫ কোটি ডলারের বাজেট বরাদ্দ করছে ইসরাইল সরকার, যার মধ্যে ৬০ শতাংশ খরচ হবে ২০২৪ সালেই। আর প্রকল্পটি শেষ হবে ২০২৭ সালে, যেখানে আর্থিক তহবিল বাড়ার সম্ভাবনাও আছে। পাবলিক সেক্টরে ইসরাইল বছরওয়ারি যত পণ্য বা সেবা তৈরি করে, তার ২০ শতাংশই থাকে প্রযুক্তিবিষয়ক, যার ফলে দেশটি গোটা বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি কেন্দ্র হিসেবে বিবেচিত।
ইসরাইলের ৯ হাজার স্টার্টআপের মধ্যে দুই হাজার দুই শতাধিব কোম্পানিতে এআই ব্যবহৃত হচ্ছে। আর সবচেয়ে বেশি জেনারেটিভ এআই কোম্পানি থাকা দেশের বৈশ্বিক তালিকায় ইসরাইলের অবস্থান তৃতীয়, যেখানে এ প্রযুক্তিভিত্তিক কোম্পানির সংখ্যা ৭৩টি। আমাদের লক্ষ্য হলো- ইসরাইল যেন বৈশ্বিক এআই দৌড়ে নিজের নেতৃত্ব, র্যাঙ্কিং ও অবস্থান ধরে রাখতে পারে, তা নিশ্চিত করা। আর এ ক্ষেত্রে বড় বড় কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে প্রশিক্ষণ দেয়ার মতো একটি সুপারকম্পিউটার থাকা খুবই জরুরি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা